তামাবিল আমদানী রপ্তানি কারক গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

তামাবিল আমদানী রপ্তানি কারক গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

তামাবিল আমদানী রপ্তানি কারক গ্রুপের ইফতার মাহফিল সম্পন্ন

উত্তর সিলেটের সর্ববৃহৎ বানিজ্যিক সংঘঠন তামাবিল চুনাপাথর আমদানি রপ্তানিকারক গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) তামাবিল স্থলবন্দর এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার পূর্ববর্তী সময়ে তামাবিল চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের নির্বাচন বাস্তবায়নে লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের আয়োজনে আমদানি রপ্তানি কারক ব্যবসায়ীদের নিয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় সভাপতিত্ব প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব। এসময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মহর আলি (মেম্বার), ওমর ফারুখ ও বেলাল হোসাইন।

এ সময় সভায় তামাবিল স্থলবন্দর পাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনের রোডম্যাপ চালু করা হয়। এতে অতি দ্রুত সময়ের মধ্যে সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে গ্রহনযোগ্য একটি নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী ওমর ফারুখ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সভাশেষে তামাবিল স্থলবন্দর, কাস্টমস ও আমদানি রপ্তানি কারক ব্যবসায়ীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাবিল স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার ইনজামামুল হক,কাস্টমস সুপার ইয়াকুব জাহিদ, স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়াও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান, আবদুল মান্নান, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, ইলিয়াস উদ্দিন লিপু, আবদুল আলিম, আবুল কাশেম, আবদুল করিম রাসেল, মাফিজুল ইসলাম, মিসবাউল আম্বিয়া, ইসমাইল হোসেন, জাহিদ খান, আবদুল আহাদ, নুর উদ্দিন, চাঁন খাঁ ও রুবেল মিয়াসহ স্থলবন্দরের অন্যান্য ব্যবসায়ী, স্টেক হোল্ডার ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে ও তামাবিলের প্রয়াত ব্যবসায়ীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক।

ডিএস/আরএ

Explore More Districts