রাজবাড়ী বার্তা ডট কম :
“জীবন বাঁচাতে তামাক ছাড়ি তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি” এ শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাতে ব্যানার স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার উদ্যোগে মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় মামুন ষ্টোর, রেজিষ্ট্রি অফিস এলাকার করিম টি স্টল, জঙ্গল বাজার অচিন্ত ষ্টোরের সামনে ৩টি ব্যানার স্থাপন করা হয়।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন বলেন, তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ ব্যানার স্থাপন করা হয়েছে। এছাড়াও তামাকের কুফল সম্পর্কে সচেতন করতে বিভিন্ন স্থানে বিলবোর্ড, স্টীকার সার্টানোসহ কার্যক্রম অব্যহত রয়েছে।
(Visited 10 times, 10 visits today)