তানজিমুল উম্মাহ হিফয মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তানজিমুল উম্মাহ হিফয মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে তানজিমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়।

চাঁদপুর ব্রাঞ্চ কো অডিনেটর মোঃ ইমরান হোসাইন ও সহ কো অডিনেটর আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় এবং ব্রাঞ্চের উপদেষ্টা আরিফ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ মাদরাসার শিক্ষার্থীরা অনেক সুন্দর ভাবে জাতীয় সংগীত ও কোরআন হাদিস পরিবেশন করেছে। আমি বিশ্বাস করি এখান থেকে শিক্ষা গ্রহন করে তোমরা সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত হবে। তোমরা বাংলাদেশের মান উজ্বল করবে। কোরআন প্রতিযোগীতা আমাদের বাংলাদেশের জন্য একটি মুল্যবান প্রতিযোগিতা। আমি আশা করি তোমরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে এ কামনাই করি।

তানজিমুল

আরো বলেন, আজকে তোমরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করছো। যারা বিজয়ী হবে তারা পুরস্কার পাবে। তবে যারা বিজয়ী হতে পারনি তারা আগামীতে বিজয়ী হওয়ার মনোবল নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্যাহ, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর আমির অ্যাড. শাহজাহান খান, শাহী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহুর রহমান রায়হান চীশতী প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক,২২ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts