তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: আখতার

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: আখতার

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও হত্যাকণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনে এতো দুর্ঘটনা ও হত্যায় মরদেহ উদ্ধার হওয়া নিয়ে জেলার মানুষের মনে যেমন আতংক ছড়িয়ে পড়ছে। তেমনি শোকেও কাঁতর জেলার বাসিন্দারা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

ঘটনার শুরু জেলার ফরিদগঞ্জ উপজেলায়। বালিথুবা পশ্চিম ইউনিয়নের হাজী বাড়ীতে বসবাস করতেন সুফিয়া বেগম। নি:সন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে নিখোঁজের সংবাদে স্থানীয়ভাবে মাইকিংও করে।

নিখোঁজের ৮দিন পর সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

একই দিন দুপুরে জেলায় ঘটে লোমহর্ষক আরেক ঘটনা। চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। পরে জাহাজে গিয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন। নিহতরা হলো- মাষ্টার কিবরিয়া , ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ সীমানায় আসলে ডাকাত দল জাহাজ ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে পৃথক স্টাফরুমে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। অথবা পারিবারিক বা ব্যবসায়িক কোন শত্রুতা থাকতে পারে। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা অনুমান করা যাচ্ছে না।

প্রত্যেকটি মরদেহ ভিন্ন ভিন্ন রুমে ছিল। ২টি মোবাইল পাওয়া গেছে। তার সূত্রে ধরে রহস্য উদঘাটন করা হবে। এখনো পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

একইদিন বিকেলে জেলার শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় মেহেদী হাসান (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩) আহত হয়।

সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন লিটন।

জেলার হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী আহমেদ জুলহাস খাঁন (২৩) নামের আরেকজনের।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমেদ জুলহাস খাঁন জেলার সদর উপজেলার কুমড়ারডুগী খাঁন বাড়ির বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহবুব আলম জানান, দুর্ঘটনায় মারাত্মক জখম হয় জুলহাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

শেষ রাত ১০টায় ঢাকা থেকে চাঁদপুর আসার পথে জৈনপুর পরিবহন দুর্ঘটনায় নিহত হয় আরও একজন। এখনও পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি।

Explore More Districts