মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
রমজান মাসে বাড়তি উপার্জন করে পরিবার নিয়ে ভালো থাকার আশায় তরমুজের ব্যবসা করার উদ্যোগ নিয়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মৃত নজর আলী শেখের ছোট ছেলে এনামুল শেখ। ব্যবসার উদ্দেশ্যে সোমবার সকালে তার দুলা ভাই কায়েমের সাথে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে ভাগ্যের নির্মমতায় পথিমধ্যে মধুখালি চিনি মিলের ঘাতক ট্রলি কেড়ে নেয় যুবক এনামুলের প্রান।
দুর্ঘটনা কবলিত এলাকা থেকে পথচারী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাজমুলের দুলা ভাই একই উপজেলার কচুয়া গ্রামের আকবর আলী মোল্যার ছেলে কায়েমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে মধুখালী থানা অফিসার ইনচার্জকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে মোবাইলে পাওয়া যায়নি।
পোষ্ট শেয়ার করুন