তরমুজের গাড়িতে চাঁদাবাজি, তিনজন আটক!

তরমুজের গাড়িতে চাঁদাবাজি, তিনজন আটক!

১২ March ২০২৫ Wednesday ১২:০৭:২৪ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

তরমুজের গাড়িতে চাঁদাবাজি, তিনজন আটক!

বরগুনার তালতলীতে তরমুজের গাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে তিন জনকে আটক করেছে তালতলী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে জুবায়ের হোসেন, আঃ রব মুসুল্লির ছেলে এনামুল হক ও মোস্তফা প্যাদার ছেলে মাসুম।

ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মো. সজিব মিয়া  তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে ৬৫ একর জমি লিজ নিয়ে সেখানে তরমুজের আবাদ করছেন। ওই জমির উৎপাদিত তরমুজ তিনি পাইকারের কাছে বিক্রি করেছেন। ব্যবসায়ীরা বিক্রিত তরমুজ কেটে ট্রাকে উঠাতে গেলে যুবায়ের হোসেন, এনামুল হক ও মো. মাসুমসহ স্থায়ীন কয়েকজন মিলে ওই ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় তরমুজ বোঝাই পরিবহনের ট্রাকটি আটকে রাখেন।

ভূক্তভোগী ব্যবসায়ী বিষয়টি তালতলী থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে ৩ জনকে আটক করলেও বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তরমুজ চাষি সজিব মিয়া বলেন, স্থায়ীন কয়েকজন আমার কাছে ১ লক্ষ টাকার তরমুজ বিক্রি করলে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন‌। চাঁদা না দেওয়াতে তারা আমার তরমুজ বোঝাই গাড়িটি আটকে রাখে। বিষয়টি আমি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে ৩ জনকে আটক করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts