তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি স্পষ্ট করলেন ইসি সচিব – DesheBideshe

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি স্পষ্ট করলেন ইসি সচিব – DesheBideshe

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি স্পষ্ট করলেন ইসি সচিব – DesheBideshe

ঢাকা, ০৫ ডিসেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫



Explore More Districts