তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ করতে পারে: জেলা প্রশাসক

তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ করতে পারে: জেলা প্রশাসক

তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ করতে পারে: জেলা প্রশাসকদৈনিক সিলেট ডটকম: জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন তথ্যের অবাধ প্রবাহ সমাজে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম। তথ্য না জানার কারণে সাধারণ মানুষ নানা ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ও বিভ্রান্তির শিকার হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যের অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

সিলেটের সরকারি ওয়েবপোটাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন সিলেট বারের সাবেক সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সহকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts