তজুমউদ্দিনে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া

তজুমউদ্দিনে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া

১১ March ২০২৫ Tuesday ৫:২৯:২৭ PM

Print this E-mail this


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

তজুমউদ্দিনে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করায় মলংচোড়া ইউনিয়নের এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। প্রশাসন সুত্রে জানা যায় -ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার (১০ মার্চ ২০২৫)দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে ১নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল) আটক করেন। পরে আটক নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা। এই খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে সবাই তার মুক্তি চেয়ে ফেসবুক পোস্ট করেন। এছাড়াও মো. হাসনাইন আহমেদ ও মো. নুরুজ্জামান নামে ফেসবুক আইডি থেকে নেওয়া -জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান পুরস্কার প্রাপ্ত এবং তজুমদ্দিন উপজেলা সরকারি কলেজ অর্থনৈতিক বিভাগের প্রফেসর মোঃ নুরনবী সিকদার বাবুল পাশাপাশি ২৩ বছর বড় মলংচোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ যাবৎ কালে চেয়ারম্যান থাকা অবস্থায় উনার নামে কোন অভিযোগ এবং দুর্নীতি নাই। মলংচোড়া ইউনিয়নের অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে ছিলেন নিরন্তর। শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্য কমপ্লেক্স জনসাধারণের জন্য রাস্তা নির্মাণ এবং অসহায় মানুষের বাসস্থান সব কিছুই উনার হাত ধরে হয়েছে। মলংচোড় ইউনিয়নে শিক্ষার মান শুন্য থেকে শতভাগ করা,অসহায় গরীব মানুষকে মিথ্যা মামলা থেকে মুক্তি।জনসাধারণের জন্য এমন শত শত সামাজিক কার্যক্রম উনার অবদানে হয়েছে। মডেল হাইস্কুল সেতু নির্মাণ এমন অনেক কাজ উনি উনার মেধা দক্ষতা এবং শ্রমে মলংচোড়া ইউনিয়নবাসির জন্য নিয়ে আসছেন। আফসোস এবং দুঃখের বিষয় হলো ষড়যন্ত্র করে মলংচোড়া ইউনিয়নের মানুষের থেকে আলাদা করার জন্য মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা মলংচোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উনার নিঃশর্তে মুক্তির দাবী করেন। আরো একজন লিখেন-মো. নুরনবী সিকদার (বাবুল প্রফেসর) পেশায় একজন কলেজ শিক্ষক। ২৩ বছর চেয়ারম্যান জীবনে তাঁর বিরুদ্ধে ফৌজদারী আইনে বর্তমানে একটি মামলাও খুঁজে পাওয়া যায়নি। অথচ ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচোড়া ইউনিয়নে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো, বেকারদের কর্মসংস্থানে অগ্রনী ভুমিকা পালনকারী,আইডল* ইউনিয়নের বেশী সংখ্যক লোকের প্রিয়ভাজন ব্যক্তিকে গতকাল বিনা অপরাধে গ্রেফতার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে সংশ্লিষ্ট বাহিনী। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইউনিয়নের বহু সংখ্যক লোক বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেনি।অধ্যাপক নুরনবী সিকদারের সমর্থক বাবুল চেয়ারম্যান এর মুক্তির জন্য অনেকেই যার যার অবস্থান থেকে দাবী জানাচ্ছে। এবং আদালতে নেওয়ায় সময় টবগী রাস্তার মাথা গোল চত্বরে কয়েক হাজার লোক তাকে দেখার জন্য জড়ো হন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





নগরীতে পানিবাহিত চর্ম রোগের ভয়াবহ প্রাদুর্ভাব

দুই বার সময় বাড়িয়েও শেষ হয়নি বরিশাল ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজ

নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে: ইসি

যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কারাগারে ভোটার হলেন মৃত্যুদণ্ডের আসামি

Explore More Districts