ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩৫ জনের আগাম জামিন

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩৫ জনের আগাম জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতার করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। গত ২৪ মে ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। ২৭ মে দিবাগত রাতে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রদলের ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

/এমএন

Explore More Districts