রাজধানীর ক্যান্টনমেন্ট থানার শেওড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বাইসাইকেল আরোহী।
নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম ওরফে রনি (২৮)। তিনি একটি প্রতিষ্ঠানের হয়ে বাসাবাড়িতে পণ্য বিক্রি করতেন।