ঢাকায় উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শেষ

ঢাকায় উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শেষ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রথমবারের মতো উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের শেষে হয়েছে ঢাকায়। আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদ।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, ‘আলিয়ঁস ফ্রঁসেজ’-এ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজিত উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রথম আসরেই ৩০টি দেশ থেকে প্রায় ১০০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। তার মধ্যে থেকে সেরা ৩০টি চলচ্চিত্র স্থান করে নেয় সমাপনী প্রদর্শনীতে। উৎসবে দক্ষিণ আফ্রিকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কুয়া’ শ্রেষ্ঠ অ্যানিমেশন এবং পর্তুগিজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আন্দ্রে লইভ’ অ্যাকশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
চলচ্চিত্র প্রদর্শনী পর্ব শেষে ‘নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি’ বিষয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শামীম আখতার, চলচ্চিত্রকর্মী ও নির্মাতা ফৌজিয়া খান। আলোচনা পর্বটি পরিচালনা করেন চলচ্চিত্র সমালোচক ও সংবাদকর্মী সাদিয়া খালিদ রীতি।

Explore More Districts