ঢাকাস্থ কমলনগর ফোরামের সভাপতি ড. মাকসুদুর, সম্পাদক ফয়সাল

ঢাকাস্থ কমলনগর ফোরামের সভাপতি ড. মাকসুদুর, সম্পাদক ফয়সাল

ঢাকাস্থ কমলনগর ফোরামের সভাপতি ড. মাকসুদুর, সম্পাদক ফয়সাল

নিজস্ব প্রতিনিধি | ঢাকাস্থ কমলনগর ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাকসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফয়সাল আমিন।  

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে এক প্রাণবন্ত মিলনমেলার মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও প্রবীণ সদস্যরা উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে অনুমোদন দেন। অনুষ্ঠানে কমিটির ঘোষণা দেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদূর রহমান মুরাদ। শীঘ্রই উপদেষ্টাদের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও কমিটি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমলনগর উপজেলা বহুদিন ধরেই নদীভাঙন, যোগাযোগ অবকাঠামোর দুর্বলতা, কর্মসংস্থান সংকট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতির মতো সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রবাসী ও ঢাকায় বসবাসরত কমলনগরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াতের সংসদ সদস্যপ্রার্থী এয়ার হাফিজুল্লাহ বলেন, “নদীভাঙন রোধ, কৃষির আধুনিকায়ন ও শিক্ষা অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে আমরা পরিকল্পনা তৈরি করতে পারি।

এজন্য ঢাকায় বসবাসরত শিক্ষিত, প্রভাবশালী ও পেশাজীবীদের কমলনগরবাসীর একসঙ্গে কাজ করাটা জরুরি। আমরা সবাইক এগিয়ে আসলেই কেবল আমাদের পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়ন সম্ভব।”   ফোরামের নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন,“আমি এই দায়িত্বকে শুধু একটি পদ নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতা হিসেবে দেখছি। কমলনগরবাসীর সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় সংস্কৃতি রক্ষায় আমরা কাজ করব। ঢাকায় অবস্থানরত সবার মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের সেতুবন্ধন গড়ে তোলাই আমাদের প্রথম লক্ষ্য।” 

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আমিন বলেন, “ঢাকায় অবস্থানরত কমলনগরবাসীকে একই ছাতার নিচে এনে আমরা এমন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করব, যা শুধু ঢাকায় নয়, কমলনগরের গ্রাম পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। আমরা সামাজিক উদ্যোগ, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা ও জরুরি দুর্যোগ মোকাবেলায় যৌথভাবে কাজ করব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা নুরনবী, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. নূরউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।   অনুষ্ঠান শেষে কমলনগরের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সদস্যরা তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

Explore More Districts