ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

১৯ December ২০২৫ Friday ৫:০৩:৫১ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তার বোন জামাই আমির হোসেন হাওলাদার। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এর আগে তার গ্রামের বাড়ি নলছিটির খাসমহলে তারা ছিলেন। ওসমান হাদির বৃদ্ধ মা ও তার স্ত্রী এবং একমাত্র সন্তান তারা ঢাকাতেই বসবাস করতেন। 

এদিকে হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts