ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা: ফেনী জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার 

ফেনী | তারিখঃ November 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 7847 বার

নিজস্ব প্রতিবেদক->>

ঢাকায় গত ২৮ অক্টোবর পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন জসিম ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ওয়াজিউল্লার ছেলে ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি (৮৮ নং) ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক, উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জসিম ও তার অনুসারী ছাত্রদল নেতা আমানসহ নেতা-কর্মীরা ওইদিন পুলিশকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করে।

গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ফেনী ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতি, নাশকতা, হত্যাচেষ্টাসহ ১৩টি মামলা রয়েছে।

অভিযানে যুবদল সভাপতি জাকির হোসেন জসিমের জামাতা ফজলুল হক মুন্না (২৯) কে গ্রেপ্তার করে র‍্যাব। মুন্নার বিরুদ্ধে একটি মামলায় রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।  

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

Explore More Districts