ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

১২ July ২০২৫ Saturday ৭:১৩:১৩ PM

Print this E-mail this


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি।।

ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকান্ডের প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখা।
১২ জুন শনিবার উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ ন্যাশনাল ব্যাংকের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা এঘটনায় দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। তারা বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। যারা অত্যাচারী হয়ে ওঠার চেষ্টা করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে অবস্থান নিবে।
ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা আবু ইউসুফ,সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন ভোলা দক্ষিণের সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম

‘আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াব’

মিটফোর্ডের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ

হিজলায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৮ রোগী, বেশিরভাগই বরিশালের

Explore More Districts