ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে অভিযান ও জরিমানা – Sirajganj News 24

ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে অভিযান ও জরিমানা – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকা রোডস্থ বাস কাউন্টার গুলোতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ বাস কাউন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে  চার বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।

শুক্রবার সকালে  উক্ত  মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৪ টি মামলায় ভিন্ন কাউন্টারে (এস আই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজ) অপরাধীকে সর্বমোট ৩৯,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে  বাজার স্টেশন হতে কড্ডার মোড়, যমুনা ব্রিজের পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলাধীন হাটিকামরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলারকে হাইওয়েতে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Explore More Districts