ড.মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন – Habiganj News

ড.মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন – Habiganj News

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠমেলা।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি টিভি প্রতিনিধি ফজলুর রহমানের সভাপতিত্বে ও আমার দেশ প্রতিনিধি কামরুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউনিয়ন চেয়ারম্যান কায়সার রহমান, সাবেক পেরৗ কাউন্সিলর আব্দুল জলিল, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, পাঠকমেলা চুনারুঘাট সভাপতি আব্দুল ওয়াদুদ মাস্টার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক রহমত আলী, এমএ রাজা, এমআর শায়েল, মহিবুর রহমান,
চুনারুঘাট প্রতিনিধি সাইফুল ইসলাম, বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, লাখাই রফিকুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর (ছাতলপাড়) বন্দর প্রতিনিধি আশিকুর রহমান চেধৗরী পনি প্রমুখ।

Explore More Districts