ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে লিফলেট বিতরণ

ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে লিফলেট বিতরণ

ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে লিফলেট বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের উত্তর খেয়াঘাট, বাসস্ট্যান্ড বাজার, সায়ানিবাজার, নলজুর উত্তর ও দক্ষিণ এলাকা, আজিজপুর বাজার, পূর্ব গৌরীপুর ইউনিয়নের বাংলাবাজার, তালতলা বাজার এবং দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা, রায়খাইল, কইকুঁড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রত্যেকটি এলাকায় আমরা নির্বাচনী গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক করেছি। এসব কার্যক্রমে আমরা জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এতে করে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমরা বিশ্বাস করি জনগণ যেভাবে ফয়েজ উদ্দিনকে গ্রহণ করেছে বিএনপি তাকে মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবী মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমেদ, আবির আহমেদ প্রমুখ।

Explore More Districts