ডোমারে রুবাইয়া ডেন্টালে অপচিকিৎসার অভিযোগের তদন্ত

ডোমারে রুবাইয়া ডেন্টালে অপচিকিৎসার অভিযোগের তদন্ত

ডোমারে রুবাইয়া ডেন্টালে অপচিকিৎসার অভিযোগের তদন্ত

 

নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে স্থানীয় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে অপচিকিৎসার অভিযোগের তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

নীলফামারী সিভিল সার্জনের কাছে মমিনুর রহমান নামে এক ভুক্তভোগীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ওই ডেন্টালে সরেজমিন তদন্ত করতে যান অভিযোগটির পরিপ্রেক্ষিতে গঠিত ৪ সদস্যের একটি তদন্ত কমিটি।

জানা যায়, ভুক্তভোগী মমিনুর রহমান দাঁতের ব্যথার চিকিৎসার জন্য রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে যান। সেখানে চিকিৎসক মো. সুমন তাকে  চিকিৎসা সেবা দেন। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসায় দাঁতের ব্যথা সেরে যাওয়ার পরিবর্তে আরো বেড়ে গেছে। এতে তিনি আরো অসুস্থ্য হয়ে পড়েন।

তদন্ত কমিটির প্রধান ডা. হযরত আলী বলেন, অভিযোগের ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে তদন্ত করা হয়েছে। এখানে এক্স-রে করার কথা উল্লেখ থাকলেও কোন এক্স-রে মেশিন পাওয়া যাওয়ানি। চিকিৎসার জায়গা সংকুলানসহ বেশ কিছু অসংগতি দেখা গেছে। তদন্ত রিপোর্ট সিভিল সার্জন বরাবরে  জমা দেওয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts