ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ইউএসএআইডি ইকোট্যুরিজম অ্যাক্টিভিটি, বন বিভাগ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এবং গ্রেটার সুন্দরবন ইকোট্যুরিজম সোসাইটি (জিসেটস) এর যৌথ উদ্যোগে ডে বোট অপারেটর প্রশিক্ষণ’ কর্মসূচি সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টের সুশীলনে অনুষ্ঠিত হয়েছে।
৩০জন ডে বোট অপারেটর এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম.কে.এম. ইকবাল হোছাইন চৌধুরী, জিসেটস সভাপতি এম নাজমুল আজম ডেভিড, মুন্সিগঞ্জের ইউপি চেয়ারম্যান অসীম মৃধা এবং টোয়াস সভাপতি মোঃ নাজমুস সাদাত পলাশ। এছাড়াও স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সুন্দরবনের ইতিহাস ও ইকোসিস্টেম, টেকসই পর্যটন ব্যবসা, গাইডিং এর প্রাথমিক ধারণা, ভ্রমণে করণীয় ও বর্জনীয়, ভ্রমণের নিরাপত্তা এবং সুরক্ষা, এবং সুন্দরবনের ভ্রমণ নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি ইকোট্যুরিজম অ্যাক্টিভিটির ডেপুটি চিফ অফ পার্টি প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং ইউএসএআইডি ইকোট্যুরিজম অ্যাক্টিভিটি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’র স্পেসালিস্ট মোঃ সরোয়ার জাহান। এছাড়াও ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করেন এম নাজমুল আজম ডেভিড, তানজির হোসেন রুবেল, শাহেদী ইসলাম রকি প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥

Explore More Districts