- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরে আহত ২
ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের নয়া পরিচালক
- আপডেট টাইম : ডিসেম্বর, ৪, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
- 15 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ জেলার প্রধান দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নয়া পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যলয় হয়ে সেখান থেকে খানপুর ৩শ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান ও খানপুর ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
এসময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু নিয়ে মন্ত্রণালয়ে মিটিং হবে, সরেজমিনে পরিস্থিতি জানতে নারায়ণগঞ্জে আশা হয়েছে। নাসিক ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে একযোগে কাজ করবে। আশা করছি শ্রিগ্রই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা ও উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু রোধে ব্যাপক প্রস্তুতি ও ব্যাবস্থা নেয়া হচ্ছে। অপরদিকে মশা নিয়ন্ত্রণেও নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।