ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজবাড়ীর জাহানারা বেগমের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজবাড়ীর জাহানারা বেগমের মৃত্যু

রাজবাড়ী বার্তা ডট কম :

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৩৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান। শুক্রবার ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত জাহানারা বেগমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারা গ্রামে। জাহানারা ওই গ্রামের ইউনুছ হোসেনের স্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সুলতা মন্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই জাহানারা বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

(Visited 1 times, 1 visits today)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Explore More Districts