ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে সংকট নিরসন হবে: সাবেকমন্ত্রী সালাম পিন্টু – News Tangail

ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে সংকট নিরসন হবে: সাবেকমন্ত্রী সালাম পিন্টু – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন— নির্বাচনের অবস্থা নিয়ে অস্থিরতা চলছে, আতঙ্ক বিরাজমান করছে ও বারংবার বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে বিরাজমান অস্থিরতা ও জনমনে আতঙ্ক নিরসন, এবং দেশের বিরুদ্ধে চলমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলা করার জন্য ডিসেম্বর তথা দ্রুত নির্বাচন দরকার। সে জন্যই আমরা বলেছি ও আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের ভারই যুব কল্যাণ পর্ষদের উদ্যোগে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাম পিন্টু বলেন— একমাত্র নির্বাচিত সরকার সরকার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না এবং দেশের তৃণমূল পর্যায়েও যে অস্থিতিশীল হয়েছে সেটা দূর করতে হলে দ্রুত নির্বাচন দরকার, সমস্যা নিরসনের জন্য একটি শক্তিশালী জনগণের প্রতিনিধিত্বশীল সরকার অপরিহার্য। এ কারণেই আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্য নির্বাচন হলে বাংলাদেশের সমস্যা সমাধান করা যায় ও আন্তর্জাতিক এবং জাতীয় সার্বভৌমত্ব দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেটারোধে নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণকে মোকাবেলা করতে পারে। সে জন্যই আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি।

অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাম পিন্টু বলেন— যেহেতু একটা সরকার এখন ক্ষমতায় আছেন, সে সরকার নির্বাচনের একটা ডেট ঘোষণা করেছেন। আমরা সরকারের কাছে দ্রুত নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ আশা করছি এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশনকে সক্রিয় করার মাধ্যমে মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করে এবং তারা যেন জাতীর করে দ্রুত নির্বাচন সামনে নিয়ে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বিএনপির এই সাবেক মন্ত্রী তার ১৭ বছর কারাগারের ভয়াবহ নির্যাতন ও জুলমের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান এই দেশকে গড়ে তোলেছিলেন, শহীদ জিয়াউর রহমান আপনাদের জন্য কাজ করেছিলেন, আদর্শের পথে কাজ করেছিলেন। সেই শহীদ জিয়াউর রহমানকে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল বাংলাদেশকে হত্যা করা হলো। বাংলাদেশকে তারা এগিয়ে নিতে দিবে না। আজ তার আদর্শ বেঁচে আছে বলেই বাংলাদেশ বেঁচে আছে। তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সত্যের পথে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপিকে সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আমিন নান্নু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts