ডিমলায় কাল্বের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
শামীম ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন এই স্লোগানকে সাথে নিয়ে নীলফামারীর ডিমলায় শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২ মার্চ)বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কাল্বের সহযোগিতায় ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাল্ব চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাল্বের ভাইস চেয়ারম্যান ফাহমিতা সুলতানা(সীমা),সেক্রেটারী আরিফ মিয়া,ডিরেক্টর”ক”অঞ্চল জিল্লুর রহমান,নীলফামারী জেলা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল আলম।
ডিমলা শিক্ষক কর্মচারী-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে ও জেলা কাল্বের প্রোগ্রাম অফিসার ইমরান আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,ডিমলা শিক্ষক কর্মচারী-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি শবনম শিউলি,কাল্বের জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার শিক্ষক কর্মচারী-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সেক্রেটারি বৃন্দ।