ডিপিএলে যেসব দলে খেলবেন বিদেশি তারকারা

ডিপিএলে যেসব দলে খেলবেন বিদেশি তারকারা

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে অংশগ্রহণ করবেন সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাফিকের মতো বিদেশি তারকা ক্রিকেটাররা।

টাইগারদের বিপক্ষে খেলার আগে হাফিজের ‘শেষের ডাক’
মোহাম্মদ হাফিজ।

ডিপিএল শুরু হচ্ছে ১৫-ই মার্চ থেকে। প্রথম দুই রাউন্ডের সূচিও প্রকাশ করা হয়েছে। এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে অংশগ্রহণকারী দলগুলোর। যার ফলে দলের শক্তি বাড়াতে ইতোমধ্যে বিদেশি তারকাদের দলে ভিড়িয়েছে একাধিক ক্লাব।। কোন বিদেশিরা খেলবেন তার একটি তালিকা এসেছে বিডিক্রিকটাইমের হাতে।

Advertisment

তারমধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তানের অলরাউন্ডার হাফিজের অন্তর্ভুক্তি। অতীতেও অনেক তারকা ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন। হাফিককে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জিম্বাবুয়ের রাজাকে দলে নিয়ে শাইনপুকুর।

দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড। এবারের ডিপিএলে খেলবেন আফগান তারকা নাজিবউল্লাহ ও ভারতের টেস্ট ব্যাটার ভিহারি। তবে নাজিবকে বেশি ম্যাচে পাবে না আবাহনী। যে কারণে ভিহারিকে দলে টেনেছে আবাহনী।

বিসিবি ও চিটাগং ভাইকিংসকে সিকান্দার রাজার 'ধন্যবাদ'
সিকান্দার রাজা। ফাইল ছবি

এর আগেও দীনেশ কার্তিক, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার এ ঐতিহ্যবাহী দলে খেলেছেন। আলোচিত প্রাইম ব্যাংক দলে টেনেছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকে। রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে খেলেন এ ক্রিকেটার।

খেলাঘরে খেলবেন অশোক ম্যানেরিয়া। এরা আগেও দলটির জার্সি গায়ে খেলেছিলেন তিনি। সিটি ক্লাব দলে নিয়েছে বাঁহাতি স্পিনার খালিদ পারভেজকে। শেখ জামাল দলে নিয়েছে ভারতের পারভেজ রাসূলকে। মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন চেরাগ সূরি।

গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলবেন ২০১২ সালের ভারত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার বাবা অপরাজিত। এখনও বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানো হয়নি ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্সের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts