এআই বিজ্ঞানী ইয়ান লেকুন
মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন ডিপসিকের সাফল্যকে সুসংবাদ বলে মনে করেন। তিনি বলেন, যাঁরা ডিপসিকের কার্যক্ষমতা দেখেছেন এবং মনে করছেন, চীন এআইতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে তাঁরা ভুল বুঝছেন। সঠিক হচ্ছে, ওপেন সোর্স মডেল মালিকানার বিষয়কে ছাড়িয়ে যাচ্ছে। ডিপসিক ওপেন রিসার্চ ও ওপেন সোর্স থেকে লাভবান হয়েছে। যেমনটা মেটা থেকে পাইটর্চ ও লামা হয়েছে। এরা নতুন ধারণা নিয়ে এসেছে, আর তা অন্যদের কাজের ধারণার ওপর তৈরি করা হয়েছে। এটিই ওপেন রিসার্চ ও ওপেন সোর্সের শক্তি।
মার্ক বেনিওফ
সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ বলেন, ডিপসিক অ্যাপ স্টোরে ১ নম্বর। চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে। এদের কোনো এনভিডিয়া সুপার কম্পিউটার বা ১০ কোটি ডলারের প্রয়োজন নেই। এআই এখন পণ্যে পরিণত হয়েছে।