বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল মাহবুব আলী খানের কন্যা বিশিষ্ট কার্ডিওলজিস্ট (Cardiologist) ডা. জোবাইদা রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন ) আসরের নামাজ শেষে সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন এর পক্ষ থেকে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম।
মোনাজাতে ডা. জোবায়দা রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্বাস্থ্য কামনা ছাড়াও দেশের সামগ্রিক কল্যাণ ও স্থিতিশীলতার জন্য পরম করুণাময় আল্লাহর দয়া ও অনুগ্রহ কামনা করে দোয়া করা হয়।
মিলাদ মাহফিল শুরুর পূর্বে ডা. জোবাইদা রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন সাবেক ছাত্রদল নেতা কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু।