ডা. কথক দাশের ৩ দিনের রিমান্ড

ডা. কথক দাশের ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা ও অ্যাসিড নিক্ষেপের মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর মো. ওসমান নামে এক দোকানদার ফেসবুকে ইসকনের কার্যক্রম নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন। এর জেরে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি তার দোকানে হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ লোকজন তাদের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ ১২ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ ডা. কথক দাশকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে সেখান থেকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, ৬ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

Explore More Districts