ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালীতে বদলি,রোগীরা বিপাকে

ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালীতে বদলি,রোগীরা বিপাকে

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৫:৩৮:৫৩ অপরাহ্ন

Print this E-mail this


ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালীতে বদলি,রোগীরা বিপাকে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের একমাত্র মেডিসিন, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করায় হতাশ বরিশালবাসী। তিনি দীর্ঘ দিন বরিশাল বিভাগের মধ্যে একমাত্র এনজিওগ্রাম মেশিনটি পরিচালনা করে আসছে তিনি। তাই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজেই পদোন্নতী দিয়ে বহাল রাখার দাবী সংশ্লিষ্টদের। তা না হলে প্রায় ৯ কোটি টাকা মূল্যের এনজিওগ্রাম মেশিনটি কোন কাজে আসবে না বলে দাবী তাদের।

সূত্র মতে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদ রোগ বিভাগের ২০১৩ সালের দিকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি এনজিওগ্রাম মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি পরিচালনার জন্য এই বিভাগে কোন চিকিৎসক না থাকায় দীর্ঘ দিন মেশিনটি কোন রোগীর উপকারে আসে নি। অতঃপর ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন কে বরিশালে পদায়ন করা হলে তিনি বক্সবন্দি এনজিওগ্রাম মেশিনটির কার্যক্রম শুরু করেন। ২০১৪ সালের ২৪ জুলাই থেকে তিনি রোগীদের করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বাসানো শুরু করেন। সেই থেকেই নিয়মিত ভাবে রোগীদের করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বাসানো কার্যক্রম এই হাসপাতালেই সম্ভব হয়। যা বরিশালের ইতিহাসে প্রথম। কেননা ২০১৪ সালের আগে করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) করানো জন্য রোগীদের রাজধানীতে যেতে হতো। ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বসানো পাশাপাশি রোগীর হৃৎপিন্ড (হার্টে) ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপনও করতেন এবং কিডনীতে রিং সংযোজন করেন। তবে ২০২১ সালের দিকে মেশিনটি সামান্য নস্ট হওয়ায় রোগীদের অসুবিধায় পড়তে হয়।পরবর্তিতে হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলামের সহযোগীতায় মেশিনটি আবারো চালু করতে সক্ষম হন ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন। দীর্ঘদিন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে থেকে হাজার হাজার গরিব রোগীদের পাশে দাড়ানো ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালীতে বদলী করার হতাশ এ অঞ্চলের রোগীরা।

কেননা পটুয়াখালী মেডিকেল কলেজে এনজিওগ্রাম মেশিন নেই। ডা. এম সালেহ উদ্দীন বরিশালে একজন চিকিৎসক যিনি হৃদ রোগে আক্রান্ত রোগীদের মেডিসিনের মাধ্যমে রোগ নিরাময়ের পাশাপাশি করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন ও কিডনীতে রিং বসাতেন। গত ২৬ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে ডা. এম সালেহ উদ্দীনকে সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে পদায়ন করা হয়।

তাকে পদোন্নতি দিয়ে বরিশাল মেডিকেল কলেজেই পদায়ন করার দাবী এখানকার অনান্য বিভাগের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং কর্মচারীদের। মেডিকেল টেকনোলজিস্ট গোলাম মোস্তফা জানান, ডা. এম সালেহ উদ্দীন স্যার এখানে আসার পর আমাদের এনজিওগ্রাম মেশিনটি চালু হয়েছে। এখানে নিয়োমিত ভাবে করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপনও হচ্ছে। কিন্তু এমন অভিজ্ঞ একজন চিকিৎসককে এখান থেকে বদলী করায় এই মেশিনটি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয় এর কুফল ভোগ করতে হবে রোগীদের। তাই ডা. এম সালেহ উদ্দীন স্যারকে পদোন্নতি দিয়ে এখানেই রাখার দাবী জানাই।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, কার্ডিওলোজী বিভাগে চিকিৎসক এমনেই কম। তার উপর ডা. এম সালেহ উদ্দীনের মতো বিশেষজ্ঞ চিকিৎসককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে বদলী করায় আমাদের এখানে চিকিৎসক সংকট তৈরি হবে। তাছাড়া তিনি এখানে নিয়োমিত এনজিও প্লাস্টি (হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন করতেন। তিনি চলে গেলে এই সেবাটি বন্ধ হয়ে যাবে। তাই তাকে পদোন্নতি দিয়ে এখানেই রাখার জন্য মন্ত্রনায়লের কাছে দাবী জানিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts