ডাবল গোলে প্রত্যাবর্তন রাঙালেন রোনালদো

ডাবল গোলে প্রত্যাবর্তন রাঙালেন রোনালদো

রাজার বেশে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার রাজার বেশেই ফিরলেন পুরনো ক্লাবে। নিজের প্রত্যাবর্তনটা রাঙালেন সিআর সেভেন জোড়া গোলের নৈপুণ্যে।

রোনালদোর দ্বিতীয় অভিষেক ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে দর্শক ভর্তি ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ পেল ৪-১ গোলের দাপুটের জয়।

ম্যাচের দুই অর্ধে পর্তুগিজ মহাতারকার দুই গোলের সঙ্গে রেড ডেভিলদের বাকি দুই গোল এনে দেন ব্রুনো ফার্নান্দেস ও জেসে লিনগার্ড। 

অতিথি নিউক্যাসলের হয়ে একটি গোল শোধ করেন জ্যাভিয়ের ম্যানকুইলো।

Explore More Districts