ডাক্তার অধরা মাধুরী ওয়াদুদ উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ গমন – Amader Narsingdi

ডাক্তার অধরা মাধুরী ওয়াদুদ উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ গমন – Amader Narsingdi

হাজী জাহিদ:-ডাঃঅধরা মাধুরী ওয়াদুদ গত ২৯ আগষ্ট ভেক্সিনেশনের উপর উচ্চতর ডিগ্রী জন্য স্পেন,বেলজিয়াম,ফ্রান্সের উদ্দেশ্য দেশ ত্যাগ করছে।
সে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধীন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ২০১৭ সালে এমবিবিএস পাশ করে।
সে ২০২১-২০২৩ সালে জেএমডি ইরাসমাস স্কলারশিপ অন লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাকসিনোলজি এডুকেশন এর ১৭ জন ফান্ডিং জয়ীদের মধ্যে একমাত্র বাংলাদেশী এবং ১ম স্থান অধিকারী। স্কলারশীপটি ৫টি ইউরোপীয় ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ প্রকল্প, যা ফ্রান্সের লিওন বিশ্ববিদ্যালয় দ্বারা সমন্বিত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। স্কলারশিপের আওতায় আগামী দুই বছরের জন্য ভ্যাক্সিনলজি বিষয়ে তার পোস্ট গ্রেজুয়েশন ও ইউরোপের তিনটি দেশে জীবনযাপনের ব্যায় নির্বাহ করবে।
গত বছর সে ইনফেকশন বিষয়ে পড়ার জন্য ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে অফার লেটার পেয়েছিল।
অধরা সক্রিয়ভাবে Costamedic ওয়েবসাইট এর জন্য চিকিৎসা বিজ্ঞান বিষয়ক আর্টিকেল লেখে এবং একটি বিপণন সংস্থার জন্য লেখক হিসাবে খণ্ডকালীন কাজ করে। ভবিষতে দেশের বাইরে থেকে ও লেখালেখির কাজ চালিয়ে যেতে চায়।
এখানে উল্লেখ্য,অধরার স্বামী সালেহ ইউনুস ২০২০ সালের ইউরোপীয় ইউনিয়ন স্কলারশিপ বিজয়ী।সে এখন ফ্রান্সে রয়েছে।
লেখালেখি ছাড়াও অধরার সখ বই পড়া,ভ্রমণ এবং অপেশাদার ফটোগ্রাফির। তার রবিন্দ্র সংগীত শিল্পি হিসেবে সুখ্যাতি রয়েছে। ডা:অধরার বাবা বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পি আব্দুল ওয়াদুদ,মাতা:ফয়জুন্নেছা হক নীনা এক সময়ে দেশ খ্যাত আবৃতিকার ছিল।এ ছাড়াও ডা: অধরা নরসিংদীর ব্রাক্ষন্দী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম ফজলুল হক ভূইঁয়ার (হক স্যার) নাতনী।সকলের নিকট সে দোয়া প্রার্থী।।

Explore More Districts