ডাক্তারি পড়তে না পারা ফেনীর জিতুর আইনে বাজিমাত, পেলেন স্বর্ণপদক

ফেনী | তারিখঃ September 24th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3903 বার

বিশেষ প্রতিনিধি->>

ছোট বেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবেন। সেজন্য মাধ্যমিকে বেছে নিয়েছিলেন বিজ্ঞান বিভাগ। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণিতে ১ম হয়ে হয়ে স্বপ্নের পথেই হাঁটছিলেন। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলও করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গ্রাম থেকে গিয়ে ঢাকার কোচিংয়ে ভর্তি হন। কিন্তু পরীক্ষা হয় খারাপ। ফলে ভর্তি হতে পারেননি স্বপ্নের মেডিকেলে।

তবে হাল ছাড়েননি, আস্থা রাখেন নিজের ওপর, ভর্তি হন আইন বিষয়ে। সেখানেই করলেন বাজিমাত। প্রথম শ্রেণিতে পাস করার পর নিজের বিশ্ববিদ্যালয়েই হলেন প্রভাষক। অবশেষে পেয়ে গেলেন ভাইস চ্যান্সেলর স্বর্ণপদকও।

ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মেধাবী তরুণী উম্মে হাবিবা জিতু শনিবার জানালেন নিজের সাফল্যের কথা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ছিল শনিবার। এতে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান নওফেল। তাঁর হাত থেকে স্বর্ণপদক নেন উম্মে হাবিবা জিতুও। জিতু বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক। একইসঙ্গে তিনি বার কাউন্সিল থেকে পাস করে আইন পেশায় যুক্ত রয়েছেন। 

সমাবর্তন অনুষ্ঠানে কথা হয় জিতুর সঙ্গে। তিনি বলেন, ‌’মেডিকেলে ভর্তি হতে না পেরে অনেক হতাশ ছিলাম। তবে জীবনে কিছু একটা করার ইচ্ছা সবসময় ছিল। বাড়ি থেকে ক্লাস করতে পারব- এই সুবিধার কথা ভেবে ফেনী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এখানকার শিক্ষকরা আমাকে সবসময় উৎসাহ যুগিয়েছেন। বলেছেন, তুমি মেধাবী, চাইলেই ভালো করতে পারবে। তাদের উৎসাহে চেষ্টা করলাম, পরিশ্রম করলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে সফল হলাম। অনেক ভালো লাগছে। এজন্য আমার আব্বু ও আম্মুকে অনেক ধন্যবাদ। তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

উম্মে হাবিবা জিতুর বাব মীর হোসেন দুলাল। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে ফেনী ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠানে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে যেকোনো কাজের জন্য প্রস্তুত রাখতে হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে যেকোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সঞ্চয়ে বিনা পারিশ্রমিকে যেতে হবে। তাহলে বাস্তবজীবন সম্পর্কে জানতে পারবেন। উচ্চ শিক্ষিত মানেই আমরা উচ্চ বেতনের চাকরির প্রত্যাশা করি। উচ্চ বেতনের চাকরি কখনোই হবে না, যদি মানবিক মানুষ হিসেবে সব ধরনের পেশা ও বাস্তবজীবনের সঙ্গে সংশ্লিষ্ট কাজকে সম্মানের চোখে দেখে সেটা আত্মস্থ করতে না পারি।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু তাহের। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন চৌধুরী।

Explore More Districts