রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ আজ বুধবার শহীদ মোঃ সাগর আহম্মেদের কবর জিয়ারত করেছেন।
জুলাই মাসের এক অনন্য দিন, ছাত্রশিবিরের এই প্রতিনিধিদল শহীদ সাগরের কবরস্থানে উপস্থিত হয়ে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শ্রদ্ধাভরে তাঁর আত্মত্যাগকে স্মরণ করেন।
শহীদ সাগরের পিতার সাথে সাক্ষাৎ ঃ কবর জিয়ারত শেষে ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু তাহের এম তানভীর ও জেলা সেক্রেটারি হাসান মাহমুদ শহীদের পিতার সাথে সাক্ষাৎ করেন। তাঁরা শহীদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “শহীদ মোঃ সাগর আহম্মেদ ভাইয়ের রক্ত বৃথা যাবে না। তাঁর আদর্শ ও আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার থাকব।”
তাঁরা আরও বলেন, “ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা শহীদদের ত্যাগেরই ফসল।”
ছাত্রশিবিরের এ আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।