বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পাওয়ার হিটিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালবি মরকেলকে। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজই হতে চলেছে বাংলাদেশের কোচিং স্টাফ হিসেবে মরকেলের এসাইনমেন্ট।

সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার নিজ দেশের উইকেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এ কারণে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পরামর্শ দেন মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগের জন্য।
Advertisment
তবে আপাতত মরকেল শুধু ওয়ানডে সিরিজেই দলের সাথে থাকবেন, এমনটি জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পাওয়ার হিটিং কোচ হিসেবে মরকেলকে চেয়েছেন প্রধান কোচ ডমিঙ্গো, জানান সুজন।
সুজন বলেন, ‘মরকেলকে আমরা আসলে ৪-৫ দিনের জন্য নিয়েছি, শুধু ওয়ানডেটা (সিরিজ)। পাওয়ার হিটিংয়ের জন্য, যেহেতু এখানে ওর অভিজ্ঞতা। প্রধান কোচও চায় ও থাকুক আমাদের সাথে। এজন্য ওয়ানডে সিরিজ পর্যন্ত ওকে রাখব আমাদের সাথে।’

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যালবি। আইপিএলেও একসময় নিয়মিত অংশ নিতেন। মূলত বোলিং অলরাউন্ডার হলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি ছিল তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
মরকেল ও ডমিঙ্গো ছাড়াও জাতীয় দলের কোচিং প্যানেলে এখন আরও এক দক্ষিণ আফ্রিকান রয়েছেন। কয়দিন আগে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে, যাকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ডমিঙ্গোর।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।