ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু – Daily Gazipur Online

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজিপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর বউবাজার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর বউবাজার এলাকা অতিক্রম করছিল।এ সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। মারা যাওয়া নারীর পরনে ছিল সোনালি রঙের জর্জেটের কামিজ ও প্রিন্টের সূতি কাপড়ের সালোয়ার।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts