ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা জানালেন টাইগার উডস

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা জানালেন টাইগার উডস

ভেনেসাকে নিয়ে দেওয়া ওই পোস্টে উডস লেখেন, ‘ভালোবাসা বাতাসে ভেসে বেড়ায়। তুমি পাশে থাকলে জীবনটা আরও সুন্দর হয়। আমরা একসঙ্গে আমাদের সামনের যাত্রায় এগিয়ে যাব।’

১৫টি বড় চ্যাম্পিয়নশিপ জয় করা উডসের ২০০০ সালের দিকে বৈবাহিক সম্পর্ক গড়া নিয়ে বিশ্বাসঘাতকতা ও যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ পেয়েছিল। যার নেতিবাচক প্রভাব তাঁর খেলোয়াড়ি জীবনের ওপরও পড়ে। এর পর থেকে উডস তাঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করে আসছিলেন। তিনি নিজেকে যৌন আসক্তি নিরাময়কেন্দ্রেও ভর্তি করিয়েছিলেন।

এর আগে উডস বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্কি রেসার লিন্ডসে ভন ও তাঁর সাবেক রেস্তোরাঁ ব্যবস্থাপক অ্যারিকা হারম্যানের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে হারম্যানের সঙ্গে উডসের সম্পর্কের ইতি ঘটে খারাপ ঘটনার মধ্য দিয়ে। হারম্যান ২০২৩ সালে উডস ও তাঁর ট্রাস্টের বিরুদ্ধে মামলা করেছিলেন। যদিও পরে তিনি তা প্রত্যাহার করে নেন।

Explore More Districts