ট্রাম্পের সঙ্গে বুধবার মোদির কোনো কথাই হয়নি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাম্পের সঙ্গে বুধবার মোদির কোনো কথাই হয়নি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

এর আগে এক বিবৃতিতে ভারত জানিয়েছিল, তাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করেই তৈরি করা হয়েছে। বিশেষ করে অস্থিতিশীল জ্বালানি পরিস্থিতির মধ্যে এটি আরও জরুরি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত তেল–গ্যাসের একটি গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ। অস্থিতিশীল জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলো সম্পূর্ণভাবে এই উদ্দেশ্যে পরিচালিত হয়।’

২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জয়সোয়াল। তিনি বলেন, ‘জ্বালানির স্থিতিশীল মূল্য ও সরবরাহ নিশ্চিত করাই আমাদের জ্বালানি নীতির দুটি প্রধান লক্ষ্য। এর মধ্যে রয়েছে আমাদের জ্বালানি উৎস বিস্তৃত করা এবং বাজারের পরিস্থিতি অনুযায়ী বৈচিত্র্য আনা।’

Explore More Districts