ট্রাকের পেছনের মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পবিপ্রবি কর্মকর্তার

ট্রাকের পেছনের মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পবিপ্রবি কর্মকর্তার

২৮ December ২০২৪ Saturday ৪:২৩:৫৬ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ট্রাকের পেছনের মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পবিপ্রবি কর্মকর্তার

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. আবু হানিফ (৪৫) নামের একজন মারা গেছেন। তিনি পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ছিলেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মো. আবু হানিফ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পটুয়াখালি থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় দুমড়েমুচড়ে যায় তাঁর ব্যবহার করা মোটরসাইকেলটিও। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থলগুলো থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts