মইন আলি। ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি। বেন স্টোকসের দলে ফিরে আসার কেবল মাসখানেক পর এই ঘোষণা দিলেন সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ডের এই সহ-অধিনায়ক।
ইংল্যান্ডের নতুন ধরনের টেস্ট ক্রিকেটের ব্যাপারে নিজের আগ্রহের কথাও জানান এই অলরাউন্ডার। ডেইলি মেইলকে তিনি বলেন, টেস্ট ক্রিকেট অনেক বেশি পরিশ্রমের। এখনও ক্রিকেটকে দেয়া আছে আমার। তবে টেস্টে হয়তো সেই কাজ করতে বেশিই কষ্ট হবে। তাই ক্যারিয়ারের একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমার স্বপ্ন পূরণ হয়েছে।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পেছনে নিজের বয়সকেই কারণ বলে জানিয়েছেন মইন। সেই সাথে, ক্রিকেটটাকে উপভোগ করতে চান বলেও জানান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে ৬৪ টি টেস্ট খেলেছেন মইন আলি। ২৮ দশমিক ৬৯ গড়ে করেছেন ২ হাজার নয়শত চৌদ্দ রান। সেই সাথে বল হাতে নিয়েছেন ১৯৫টি উইকেট।
আরও পড়ুন: ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার
/এম ই