
জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেলেন উন্নত মানের খাবার।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু তার অর্থায়নে আশ্রয়ন প্রকল্প বাসিন্দাদের মধ্যে এ খাবার বিতরণ করেন। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর জমিসহ আধাপাকা ঘর পাওয়া আশ্রয়ন প্রকল্পের ৪৫০ পরিবারের সদস্যরা উন্নত মানের খাবার পেয়ে আনন্দে আত্মহারা। খাবার পাওয়া লোকজন প্রধানমন্ত্রী ও টুলুর জন্য প্রাণ খুলে দোয়া করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, বায়রা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা প্রমুখ।
এছাড়া শোক দিবস উপলক্ষে জাহিদ আহমেদ টুলু দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের একাংশ সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৪ টার দিকে সিংগাইর সদর বাস স্ট্যান্ডে সিএনজি চালক ও মালিক সমিতির উদ্যোগ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বায়রা ইউনিয়নের বাইমাইল দেওয়ান প্লাজায় ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার স্বপরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করেন।