টুঙ্গিপাড়া হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রীর চাচা
আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় ব্যক্তিগত অর্থায়নে দশটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন।
মঙ্গলবার রাত ১১ টায় টুঙ্গিপাড়া হাসপাতালে দশটি করে অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার ও ট্রলি ঢাকা থেকে পাঠান প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বলেন, সারাদেশে করোনা মহামারীর প্রকোপ বাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন টুঙ্গিপাড়ার জনগণের কথা চিন্তা করে ১০ টি করে অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার ও ট্রলি পাঠিয়েছেন। প্রথমে আমাদের ৩১ টি অক্সিজেন সিলিন্ডার ছিলো। পরে মাননীয় প্রধানমন্ত্রী ৫০ টি ও তার চাচা ১০ টি দেওয়ার পরে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯১ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন বলেছেন টুঙ্গিপাড়াবাসীর চিকিৎসায় আরও অক্সিজেনের প্রয়োজন হলে সেটাও দেয়া হবে।
এ জাতীয় আরো খবর..