টিকটক করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

টিকটক করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে মো. রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে।

টিকটক করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণপাড়া মো. সামসু মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের ছাত্র।

নিহতের প্রতিবেশী মো. জামাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

Explore More Districts