টালিউডে দুই নায়িকার লড়াই – Bhorer Kagoj

টালিউডে দুই নায়িকার লড়াই – Bhorer Kagoj

টালিউডে দুই নায়িকার লড়াই – Bhorer Kagoj

টালিউডের দুই নায়িকার মধ্যে যুদ্ধের সংকেত। তারা হলেন শুভশ্রী ও নুসরাত জাহান। গ্ল্যামারে, অভিনয়ে কেউ কারো থেকে কম যান না। তবে এ যুদ্ধে রক্তপাত নেই, নেই হিংসা হানাহানি। এ যুদ্ধ আসলে বক্স অফিসের যুদ্ধ। একদিকে শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ অন্যদিকে নুসরাতের ‘সংকেত’ মুক্তি পেতে চলেছে একই দিনে, জানুয়ারির ২১ তারিখ। দুই নায়িকা বন্ধুত্ব জমাট হলেও বক্সঅফিস উত্তেজনা কিন্তু বাড়ছে ক্রমশ। ‘ধর্মযুদ্ধ’র পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ছাড়াও এতে রয়েছেন পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম ও প্রয়াত অভিনেতা স্বাতিলেখা সেনগুপ্ত। অন্যদিকে স্বস্তিক সংকেত ছবিটি পরিচালক সায়ন্তন ঘোষাল। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রুদ্র-প্রিয়ম সিরিজের দ্বিতীয় উপন্যাস ‘নরক সংকেত’কে অবলম্বন করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে নুসরাত ছাড়াও দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুটি ছবিতে রাজনীতি জড়িয়ে। কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও মশলাদার ছবির আওতায় ফেলা যায়। রয়েছে স্টোরিলাইন, মিশেছে ইতিহাস। হালফিলে কন্টেন্টই রাজা, অভিনয় ও কন্টেন্টে যুদ্ধে শেষ হাসি কার তা জানা যাবে আগামী ২১ জানুয়ারি।

আর- এসআর / ডি- এইচএ

Explore More Districts