‘টার্গেট’ পূরণ হয়নি! কর্মীদের গলায় বেল্ট বেঁধে নির্মম নির্যাতন – DesheBideshe

‘টার্গেট’ পূরণ হয়নি! কর্মীদের গলায় বেল্ট বেঁধে নির্মম নির্যাতন – DesheBideshe



‘টার্গেট’ পূরণ হয়নি! কর্মীদের গলায় বেল্ট বেঁধে নির্মম নির্যাতন – DesheBideshe

নয়াদিল্লি, ০৬ এপ্রিল – পৃথিবীতে অন্যতম কঠিন কাজ হিসেবে ধরা হয় মার্কেটিংয়ের চাকরিকে। কারণ এ খাতে যারা কাজ করেন তাদের মানুষকে বুঝিয়ে এরপর পণ্য বিক্রি করতে হয়। এ কারণে অনেক সময় এখানে যেসব সেলসম্যান কাজ করেন তারা তাদের টার্গেট বা লক্ষ্য পূর্ণ করতে পারেন না। এতে বকাঝকার মুখে পড়তে হয় তাদের।

তবে ভারতের কেরালা রাজ্যের কোচির একটি বেসরকারি ফার্ম সবকিছু ছাড়িয়ে গেছে। টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় ফার্মটি তাদের কয়েকজন সেলসম্যানকে গলায় বেল্ট বেঁধে নির্মম নির্যাতন চালিয়েছে। তাদের কুকুরের মতো হাঁটতে বাধ্য করেছে। এছাড়া পশুর মতো করে পানি খেতে বাধ্য করেছে। খাবার হিসেবে খেতে দিয়েছে পঁচা ফল। নির্মমতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের শরীরের পোশাকও খুলে ফেলা হয়েছিল।

নির্মম এসব ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন সেখানকার মানুষ

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা সেখানকার মানুষকে ব্যাপক ক্ষুব্ধ করেছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার শ্রমমন্ত্রী ভি শিভানকুত্তি।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল এ ঘটনা ঘটেছে ফার্মটির কালোর অফিসে। তবে পরবর্তীতে পুলিশ জানায়, এটির মালিক এ দাবি অস্বীকার করেছেন। যিনি যৌন নির্যাতনের একটি মামলায় কয়েকদিন আগে জেল খেটেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ফার্মের কর্মীরা মাত্র ৬ থেকে ৮ হাজার রুপির বিনিময়ে কাজ করতেন। চাকরিতে যোগদানের সময় তাদের বেতন বৃদ্ধি ও প্রমোশনের আশ্বাস দেওয়া হয়েছিল। যা কখনো হয়নি। মূলত তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ কর্মীদের ওপর এমন নির্মমতা চালানোয় ফার্মটির কালোর অফিসের সামনে তরুণরা বিক্ষোভ করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ এপ্রিল ২০২৫



Explore More Districts