টানা ৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল, দ্বিতীয় অবস্থানে মেক্সিকো – DesheBideshe

টানা ৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল, দ্বিতীয় অবস্থানে মেক্সিকো – DesheBideshe

টানা ৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল, দ্বিতীয় অবস্থানে মেক্সিকো – DesheBideshe

প্যারিস, ০৯ ডিসেম্বর – টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছেন।

প্যারিসভিত্তিক এই সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজাতেই ২৯ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর সব মিলিয়ে ২২০ জন সাংবাদিক ইসরায়েলটি সেনার হাতে প্রাণ দিয়েছেন। এই কারণে আরএসএফ ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দিয়েছে।

আরএসএফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। সাংবাদিকদের আটকে রাখার দিক দিয়ে শীর্ষ দেশগুলো হলো চীন (১২১), রাশিয়া (৪৮) ও মিয়ানমার (৪৭)।

সাংবাদিক হত্যায় ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো, যেখানে চলতি বছরে ৯ জন সাংবাদিক নিহত হন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ হলো সুদান ও ইউক্রেন, দেশ দুটিতে যথাক্রমে চার ও তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ ডিসেম্বর ২০২৫



Explore More Districts