হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় নার্গিস বলেন, ‘বছরে দুইবার আমি উপবাস করি, কোনো খাবার না—শুধু পানি খাই টানা ৯ দিন। এটা খুব কঠিন। কিন্তু একবার শেষ হলে দেখবেন, পুরো লুকই বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে। তবে আমি কাউকে এটা করার পরামর্শ দেব না।’
