সজল আহমেদ: আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ভোটের চূড়ান্ত হিসাব-নিকাশ শুরু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সর্বশেষ কেন্দ্র ও ভোটার তালিকায় দেখা গেছে, এই আসনে ভোটের রাজনীতিতে বাসাইল উপজেলার চেয়ে সখীপুর উপজেলা যোজন যোজন এগিয়ে। দুই উপজেলার মধ্যে ভোটারের ব্যবধান প্রায় এক লাখ, যা নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রকাশিত তালিকা অনুযায়ী, টাঙ্গাইল-৮ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৩৭৩ জন। এর মধ্যে সখীপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। অন্যদিকে, বাসাইল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮ জন। পরিসংখ্যান বলছে, সখীপুরে ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা বাসাইলের তুলনায় প্রায় দ্বিগুণ। ফলে প্রার্থীদের জয়ের জন্য সখীপুরের ভোটব্যাংকই প্রধান ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছে।
ভোটের এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে নারী ভোটারদের উপস্থিতি। বাসাইল ও সখীপুর—উভয় উপজেলাতেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। পুরো আসনে পুরুষ ভোটারের তুলনায় ২ হাজার ৪৩ জন নারী ভোটার বেশি রয়েছেন। নারী ভোটারদের এই আধিপত্যের কারণে প্রার্থীরা তাদের প্রচারণায় নারীদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বাসাইলে ৫৫টি ও সখীপুরে ৭৬টিসহ মোট ১৩১টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সখীপুরের বিশাল ভোটব্যাংক এবং নারী ভোটারদের রায়ই শেষ পর্যন্ত ঠিক করে দেবে টাঙ্গাইল-৮ আসনের পরবর্তী জনপ্রতিনিধি কে হবেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


