নিজস্ব প্রতিনিধি: অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর অন্ধ জরিনার ভাগ্য বদলে দিতে এগিয়ে এলেন টাঙ্গাইল-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান। তিনি জরিনার বাড়িতে একটি টিউবওয়েল বসানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তার মাদ্রাসা পড়ুয়া সন্তানের জন্য আগামী দুই বছর প্রতি মাসে এক হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করবেন বলেও জানিয়েছেন।
গতকাল (১৪ নভেম্বর) “সখীপুর অনলাইন নিউজ” ফেসবুক পেইজে “অন্ধ জরিনার বাড়িতে পানির ব্যবস্থা নেই” শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি এড. আহমেদ আযম খানের নজরে আসে। প্রতিবেদন দেখার পর তিনি জরিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উপজেলার আড়াইপাড়া সমাজকল্যাণ মাঠের পাশে বসবাস করেন অন্ধ জরিনা। দীর্ঘদিন ধরে বাড়িতে পানি সুবিধা না থাকায় চরম দুর্ভোগে ছিলেন তিনি ও তার পরিবার। প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অবশেষে তিনি পাচ্ছেন টিউবওয়েলের মতো মৌলিক সুবিধা এবং সন্তান পাচ্ছে নিয়মিত শিক্ষাব্যয় সহায়তা।

