“টাঙ্গাইল-৮: আহমেদ আযম খানের হলফনামায় স্ত্রীর সম্পদ নিজের চেয়ে বেশি” – News Tangail

“টাঙ্গাইল-৮: আহমেদ আযম খানের হলফনামায় স্ত্রীর সম্পদ নিজের চেয়ে বেশি” – News Tangail

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান তাঁর হলফনামায় মামলা, আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, পেশায় তিনি একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা আদেশের অপেক্ষায় রয়েছে, একটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং সাতটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

আয়ের উৎসের ঘরে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে অস্থাবর সম্পদের হিসাবে তাঁর নগদ অর্থ ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর নগদ অর্থ ১১ লাখ ৭৫ হাজার টাকা দেখানো হয়েছে। ঢাকা ব্যাংকে তাঁর নামে জমা রয়েছে ৬ লাখ ২২ হাজার ১৪৬ টাকা এবং অগ্রণী ব্যাংকে স্ত্রীর নামে জমা রয়েছে ৩ লাখ ২২ হাজার ১৩৩ টাকা।

বন্ড ও শেয়ারে তাঁর বিনিয়োগ ১১ লাখ ১৯ হাজার ৯১০ টাকা এবং স্ত্রীর রয়েছে ১১ লাখ ৯৯৬ টাকা। ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে তাঁর নামে রয়েছে ৫৪ লাখ ২৭ হাজার ৮০০ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

যানবাহনের তালিকায় রয়েছে ৪৩ লাখ টাকা মূল্যের একটি হার্ড জীপ ও ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেটকার। স্বর্ণালঙ্কারের হিসাবে তাঁর ১৫ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২১ ভরি স্বর্ণালঙ্কার। এছাড়া ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেক্ট্রনিক সামগ্রী ও ২ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্রের তথ্য উল্লেখ রয়েছে।

হলফনামায় তাঁর অস্থাবর সম্পত্তির মোট বর্তমান মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অর্জনকালীন থেকে বর্তমান মূল্য হিসেবে তাঁর নামে ২ কোটি ৭০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১৫ কোটি ৭০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

দায় হিসেবে তিনি ৫৬ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ১ কোটি ৫৩ লাখ টাকার দায় দেখিয়েছেন। আয়কর বিবরণীতে ২০২৫–২৬ অর্থবছরে তিনি ১০ লাখ ৩৯ হাজার ৭৭২ টাকা এবং তাঁর স্ত্রী ৭ লাখ ৭৮ হাজার ২৮২ টাকা আয়কর দিয়েছেন বলে উল্লেখ রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts